বিএনপিকে রাজপথ ছেড়ে দেবে না আ. লীগ

Saturday, September 23rd, 2023

ঢাকা : বিএনপি ঘোষিত কর্মসূচির ধরণ বুঝে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপিকে রাজপথ ফাঁকা ছেড়ে দেওয়া হবে না। শান্তি সমাবেশ, উন্নয়ন শোভাযাত্রা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, দলটির নেতারা মনে করেন আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি সরকার পতনে তাদের আন্দোলন জোরদার করার চেষ্টা করবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশের মধ্য দিয়ে নিজেদের কর্মসূচি শুরু করেছেন আ.লীগ।

নগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রতিটি শাখা থেকেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শান্তি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে নগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সঙ্গে নগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা আহ্বান করা হয়েছিল।

সভায় আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাদ আসর দোয়া মাহফিল ও ৩১ সেপ্টেম্বর সারাদেশব্যাপী আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

এছাড়াও ২৩ সেপ্টেম্বর নগর উত্তর দক্ষিণের উদ্যোগে সমাবেশ, ২৫ সেপ্টেম্বর নগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ, ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে গাজীপুর জেলা আওয়ামী লীগের সমাবেশ, ৩০ সেপ্টেম্বর কৃষক লীগের সমাবেশ ও ৪ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির সাথে সাথে আওয়ামী লীগও রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী ৪ অক্টোবর পর্যন্ত সমাবেশ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কর্মসূচি আছে ক্ষমতাসীন দলটির।

প্রসঙ্গত, এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট আগামী ৫ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি পালন করছে। এর বিপরীতে রাজপথের দখল ঠেকাতে মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।