
ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন বেড়েছে টাকার অঙ্কে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৪৯৭ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১ কোটি ২৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৯৩ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩০২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১০৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৫টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক .৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।
অপর মেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫৬ পয়েন্টে।
মঙ্গলবার সিএসইতে ১৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮ টির দর বেড়েছে, কমেছে ৫৩টির এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে এদিন ৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।