
চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল ডেকেছে বিএনপি উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা।
ভোরে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিববার ভোর ৪টা ৪০ মিনিটে পতেঙ্গা থানার কাটঘরের গুমপাড়ায় এ ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, বাসটি পোশাকশ্রমিকদের নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যান।
‘একদল লোক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘কয়েকজন পোশাকশ্রমিকের সামনে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।’
গতকাল শনিবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হরতাল-অবরোধ জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি। বিএনপি ঘোষিত এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত, সিনিয়র নেতাদের মুক্তি ও এক দফার দাবি আদায়ের। ‘কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে অবরোধ চলবে। আর হরতালও চলবে। এই হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। তাই চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করার আহ্বান জানানো হচ্ছে।’ চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালনের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
শনিবার নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হরতাল আহ্বান করা হয়েছে।