মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

Sunday, November 5th, 2023

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মিরপুরে সাড়ে এগারোতে শিকড় পরিবহনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।