সাভারে ২ শিক্ষার্থীকে কোপালো কিশোর গ্যাং সদস্যরা

Sunday, November 5th, 2023

জাহিন সিংহ, সাভার থেকে : সাভারে দুই কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় পিনিক রাব্বি নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি (অপরেশন) নয়ন কারকুন।

এ ঘটনায় আহতরা হলো- সাভার মডেল কলেজের প্রথম বর্ষের ছাত্র আশিক (১৮) ও সাভার সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রনি জুবায়ের (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লা থেকে ৬ জন কলেজ শিক্ষার্থীকে রাতে পাশ্ববর্তী জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটিতে ধরে নিয়ে যায় কিশোর গ্যাং লিডার রাব্বি ওরফে পিনিক রাব্বির লোকজন। তাদের মধ্যে দুইজনকে ছেড়ে দিলেও সাথে থাকা মোবাইল ফোন রেখে দেয়। বাকী চারজনকে মারধর শুরু করলে তাদের মধ্যেও দুইজন দৌঁড়ে পালিয়ে যায়।

তবে আশিক (১৭) ও রনি জুয়াবের (১৭) নামের অবশিষ্ট দুইজনকে আকটে রাখে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় গ্যাং লিডার রাব্বিকে ভিডিও কলে রেখে তার নির্দেশে দুইজনকে কোপানো শুরু করে নিলয়, শরিফ, ওবাদুল, শরিফসহ গ্যাংটির কয়েকজন সদস্য। আশিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে ৬টি আঘাত করে এবং জুয়ায়েরকে দুইটি আঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন এসে আহত দুইজনকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাভার মডেল থানার ওসি (অপরেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, অভিযুক্ত কিশোর গ্যাং লিডার পিনিক রাব্বির নামে সাভার মডেল থানায় হত্যাসহ ১৫/১৬টি মামলা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাকি দিয়ে বর্তমানে সে পলাতক রয়েছে।