
ঢাকা : এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে শাহবাগ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে অবরোধের সমর্থনে মিছিল ও রাস্তা অবরোধ করেন তারা। মিছিল শেষে যুবদলের নেতৃবৃন্দ রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, আরিফুর রহমান আরিফ, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম খান সাইফুল, সদস্য মিজানুর রহমান সুমন, সাইদুর রহমান শামীম, ডাক্তার বাসেতুর রহমান সোহেল, হেদায়েত হোসেন ভূঁইয়া সহ মোহাম্মদ নজরুল ইসলাম, এমদাদুল হক ইমরান, মমিন হোসেন প্রমুখ।