খিলক্ষেতে আকাশ বাসে আগুন

Monday, November 6th, 2023

ঢাকা : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘খিলক্ষেতে আকাশ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।’

এর আগে ফায়ার সার্ভিস জানায়, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ২১ স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকায় ১২টি স্থানে আগুন দেওয়া হয়েছে। এসব অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।