কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশির মৃত্যু

Tuesday, November 7th, 2023

ঢাকা: কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে ছয় অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনই বাংলাদেশি। অন্য দুজন পাকিস্তানি নাগরিক।

স্থানীয় সময় রবিবার রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

মৃত চার বাংলাদেশি হলেন- ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মোহাম্মদ মাহফুজুর রহমান, দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ, নোয়াখালীর সেনবাগের লিটন, চাঁদপুরের কচুয়ার মো. আব্দুল কাদের।

মৃত মীর হোসেন ফরহাদের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম জানান, ফরহাদ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার কাগজপত্র নিয়েও কিছু জটিলতা আছে। পরিবারের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

আব্দুল কাদেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়ার সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।