
ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ক্ষমতা ছাড়ার আগে সরকার বেসামাল হয়ে সারাদেশে গণগ্রেফতার, হামলা-মামলা করে মানুষকে হয়রানি করছে। সরকার পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে ঘরবাড়ি ছাড়া করছে। সরকারের নির্যাতনের ভয়াবহ চিত্র গণমাধ্যমে ওঠে আসছে।
নেতৃদ্বয় গ্রেফতার, হামলা-মামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলা-মামলা আর গ্রেফতার চালিয়ে অতীতে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনার অবৈধ সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আগামি ১০ নভেম্বরের পূর্বে অবৈধ সংসদ ভেঙে দিতে হবে। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
নেতৃদ্বয় বলেন, আওয়ামী সরকার জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জালিমের পতন হয় অত্যন্ত নির্মম। জালিমের বিরুদ্ধে গোটা দেশের জনতা আজ ফুঁসে ওঠছে। স্বৈরাচারের বিরুদ্ধে দেশ আজ অগ্নিস্ফুলিঙ্গ হয়ে আছে। বিস্ফোরণ ঘটার পূর্বেই সরকারকে বিদায় নিতে হবে। ছলচাতুরী করে ক্ষমতায় থাকার চেষ্টা করলে জনগণ জবাব দেয়ার জন্য প্রস্তুত।