
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে আনসার ক্যাম্প সংলগ্ন প্রধান সড়কে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাত ১১টার দিকে পার্কিং থাকা বাসটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা টাইমসকে বলেন, খবর পেয়ে খিলগাঁও স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও এর আগেই সাধারণ জনতা আগুন নিভিয়ে ফেলে।
বুধবার ভোর ৬টা থেকে শুরু হবে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। এ কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশের এই সতর্ক অবস্থানের মধ্যেই খোদ রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।
এর আগে প্রথম দফায় ৭২ ঘণ্টার ও দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধে সারা দেশে শতাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।