আশুলিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

Wednesday, November 8th, 2023

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় দশ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকা থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দশ বছরের ওই শিশু তার বাবা মার সাথে ভাদাইল এলাকায় বসবাস করতো। মঙ্গলবার তার বাবা মা পোশাক কারখানায় কাজে গেলে ওই শিশুকে মুড়ির মোয়া কিনে দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জহিরুল ইসলাম। পরে শিশুটি চিৎকার দিলে ওই যুবক পালিয়ে যায়। পরে রাতে বাবা মা বাসায় আসলে শিশুটি বিষয়টি জানালে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন কুমার বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী অইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।