ডাচদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

Wednesday, November 8th, 2023

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুই দলেরই। পয়েন্ট টেবিলের তলানির দুই দল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ১০ দলের বিশ্বকাপে ইংল্যান্ড আছে সবার শেষে, ডাচরা নবম স্থানে। তবে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে উভয় দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

এমন সমীকরণ মাথায় নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রানের সংগ্রহ পায় জস বাটলারের দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপে ৩৭.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এতে ১৬০ রানের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠেছে জস বাটলারের দল।

৩৪০ রানের লক্ষ্যে ডাচদের হয়ে ইনিংস শুরু করতে আসেন ম্যাক্স ও’দাউদ, ওয়েসলি বেরেসি। তবে রান তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি ম্যাক্স ও’দাউদ। ইনিংসের পঞ্চম ওভারে ক্রিস ওকসের বলে ব্যক্তিগত ৫ রানে আউট হন তিনি। পরের ওভারে রানের খাতা খোলার আগেই আউট হন কলিন আকারম্যান। মাত্র ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস।

এরপর দলের হাল ধরেন ওয়েসলি বারেসি ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। দুজনে গড়েন ৫৫ রানের জুটি। তবে অল্প সময়ের ব্যবধানে উভয় ব্যাটার সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে বারেসি ৩৭ ও এঙ্গেলব্রেখট ৩৩ রান করেছেন। পঞ্চম উইকেটে জুটিতে স্কট অ্যাডওয়ার্ডস ও বাস ডি লিডও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১৬৩ রানে অ্যাডওয়ার্ডস ফেরেন ৩৮ করে অন্যদিকে বাস ডি লিড করেন ১০ রান। শেষ দিকে তেজা নিদামানুরু ৪১ রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে ডাচদের।

শেষ পর্যন্ত ৩৭.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ইংল্যান্ডের হয়ে বল হাতে আদিল রশিদ তিনটি, ডেভিড উইলি ও মঈন আলী দুটি এবং ক্রিস ওকস একটি করে উইকেট নেন।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এই দুই ওপেনারে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার ৪৮ রানের জুটি গড়েন। তবে এ জুটি বড় করতে পারেননি ইংলিশরা। ইনিংসের সপ্তম ওভারে আরিয়ানের বলে বেয়ারস্টো আউট হলে ভাঙ্গে এই জুটি। সাজঘরে ফেরার আগে ১৫ রান করে এই ইংলিশ ব্যাটার।

দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে নামেন জো রুট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন ওপেনার মালান। তবে দলীয় ১৩৩ রানে রুট আউট হলে ভাঙে ৮৫ রানের এই জুটি। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ রান করেন তিনি। এদিকে সঙ্গী আউট হলে দেখে শুনে খেলতে থাকা ওপেনার মালান ফিফটির পর চড়া হতে থাকেন ডাচ বোলারদের ওপর, ছিলেন সেঞ্চুরির পথেও।

তবে দলীয় ১৩৯ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। আউট হবার আগে ৮৭ রান করেন এই ওপেনার। এরপর উইকেটে নামা হ্যারি ব্রুক ও জস বাটলার দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হওয়ার আগে এ দুই ব্যাটার যথাক্রমে ১১ ও ৫ রান করেন।

ষষ্ঠ উইকেটে বেন স্টোকস ও মঈন আলী দলকে এগিয়ে নিতে থাকেন। তবে উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি মঈন দলীয় ১৯২ রানে ৪ করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। শেষ দিকে বেন স্টোকসের ঝড়ো শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রানের সংগ্রহ পায় ইংলিশরা। নেদারল্যান্ডসের হয় বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন বাস ডি লিড।