
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা।
বুধবার রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।
সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন সাখওয়াত হোসেন সরকার, আশিক আহমেদ, বনি আমিন, নাঈমুল ইসলাম নাজিম, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, মামুন মালতিয়া, নাহিদুল ইসলাম বেপারী, অসিম মাহমুদ, আব্দুর রহমান, রনি মাহমুদ, রাশেদ খান, সাইফুল ইসলাম শাহিন, নাজমুল হাসান পাপন, সজীব আহমেদ প্রমুখ।