বরকত উল্লাহ বুলুর ড্রাইভারকে তুলে নিয়ে গেছে পুলিশ

Wednesday, November 8th, 2023

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ড্রাইভার বিল্লাল হোসেনকে তুলে নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) অভিযোগ করে বুলুর স্ত্রী শামীমা বরকত জানান, গত রোববার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের নিজ বাসা থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা বিল্লালকে তুলে নিয়ে গেছে।

তবে পরিবারের লোকজন স্থানীয় থানায় এবং আশেপাশের থানায় খোঁজ করে তার সন্ধান পাচ্ছে না।

তিনি আরও জানান, বিল্লাল হোসেন গুরুতর অসুস্থ থাকার কারণে ১৫ দিন ধরে ছুটিতে আছে। সে একজন টিবি রোগী।