
ঢাকা : দেশব্যাপী অবরোধ কর্মসুচী সমর্থনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি ও ছাত্রমিশন নেতাকর্মীরা পুরানা পল্টন থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গেলে আওয়ামী মহিলালীগের উচ্ছৃঙ্খল কর্মীরা লেবার পার্টির দিকে হট্টগোল করতে এগিয়ে আসলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় হট্টগোল প্রচেষ্টা ব্যর্থ করতে লেবার পার্টি ও ছাত্রমিশন নেতা-কর্মীরাও শ্লোগান দেয়।
আজ (বুধবার) দুপুরে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান পুরানা পল্টন থেকে সর্বাত্মক অবরোধ কর্মসুচীর সমর্থনে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য শুরু করলে মহিলা লীগের নেতা-কর্মীরা উস্কানীমুলক শ্লোগান দেয়। এসময় লেবার পার্টি নেতাকর্মীরাও অবরোধ সমর্থনে অবস্থান নেন।
এতে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামিলীগ ১৫ বছরের শাসনামলে দুর্নীতি দুঃশাসন ও লুটপাট, অর্থপাচারের মাধ্যমে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ ধংস করেছে। সুষ্ঠু পরিবেশ তোট হলে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করবে। তারা অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে জনগনের ওপর বর্বরোচিত হামলা মামলা নির্যাতন নিপীড়ন করছে। এবার জনগন ভোটাধিকার প্রতিষ্ঠায় জেগে উঠেছে। এবার শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে।
এসময় কর্মসুচীতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর সভাপতি এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, বোরহান উদ্দিন ও ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন উপস্থিত ছিলেন।
মিছিলটি পুরানা পল্টন থেকে শুরু হয়ে কস্তুরী,পল্টন মোড়, সচিবালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসুচী শেষ হয়। (প্রেস বিজ্ঞপ্তি)