সরকার প্রহসনমূলক নির্বাচন করার জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি করছে: এবি পার্টি

Wednesday, November 8th, 2023

নিজস্ব প্রতিবেদক: এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘সরকার একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। প্রতিদিনই বিরোধী দলের কর্মসূচিতে সরকারি দলের সন্ত্রাসীরা হামলা ও সশস্ত্র মহড়া দিচ্ছে। উপনির্বাচনগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রকাশ্য নৌকায় সিল দিয়ে ভোটের অংশগ্রহণ বাড়াতে তারা চরম নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। এ অবস্থায় প্রহসনের নির্বাচনের পথে পা বাড়ালে বা তফশিল ঘোষণার মাধ্যমে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে উদ্ভূত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে।’

বুধবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বিজয়-৭১ চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি দিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে চিরতরে দেশ ও জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন।’

এসময় নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি।

এর আগে অবরোধের সমর্থনে দলটির পক্ষ থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন, সেগুনবাগিচা, বিজয়নগরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে গিয়ে শেষ হয়।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ।