অবরোধের সমর্থনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলের নেতৃত্বে বিক্ষোভ

Thursday, November 9th, 2023

ঢাকা : সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঘোষিত ৩য় দফা অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেল পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মিছিলটিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল। এসময় নেতাকর্মীরা রাস্তায় বসে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে ছাত্রদলের সহ-সভাপতি মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন সুলতানা পপি, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সজিব রায়হান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি তারেক হাসান মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।