অবরোধের সমর্থনে দয়াগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

Thursday, November 9th, 2023

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ধোলাইপাড় থেকে দয়াগঞ্জ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা কিছুক্ষণ দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে রাখে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মমিন, সদস্য পলাশ, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজন মিয়া, ৫১ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম, ৫১ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন, ৫৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহীন শেখ, কদমতলী থানা সিনিয়র সহ সভাপতি রুবেল আহমেদ, যুগ্ম আহবায়ক রুবেন, শ্যামপুর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, ৫১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সম্রাট, সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ, সদস্য সচিব মো. সাইফুল, ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি লাল মিয়া, সদস্য সচিব আল আমীন প্রমুখ।