
স্পোর্টস ডেস্ক : চ্যম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের বোলিং তোপে মাত্র ১৭১ রানেই অলআউট হয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র তিন রানেই প্রথম উইকেট হারায় লঙ্কানরা।
এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন কুশল পেরেরা। কিন্তু অর্ধশতক তুলে নিলেও নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ফিরে গেছেন ৫১ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানরা শেষ পর্যন্ত ৪৬ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয়। দলের মাত্র ৫ ব্যাটার পৌঁছতে পারে দুই অঙ্কের ঘরে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে মাত্র তিন রানেই প্রথম উইকেট হারায় লঙ্কানরা। টিম সাউদির শিকার হয়ে ৮ বলে ২ রান করে ফিনে যান পাথুম নিসাঙ্কা। পাথুম নিসাঙ্কার পথ ধরে ফিরে যান কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমাও। এই দুই ব্যাটার আজ পৌঁছতে পারেনি দুই অঙ্কের ঘরে।কুশল মেন্ডিস ফিরে যান ৬ রানে আর সাদিরা সামারাবিক্রমা ফিরে যান ১ রানে।
৩২ রানে তিন উইকেট হারানোর পর জুটি গড়েন কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কা। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লঙ্কানরা। এর মাঝেই অর্ধশতক তুলে নেন কুশল পেরেরা। মাত্র ২২ বলেই তুলে নেন অর্ধশতক।
কিন্তু দলীয় ৭০ রানে চারিথ আসালাঙ্কার বিদায়ে ভেঙে যায় এই জুটি। ৮ বলে ৮ রান করে চারিথ আসালাঙ্কা ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান সাজঘরে।
চারিথ আসালাঙ্কার পথ ধরে ফিরে যান কুশল পেরেরাও। ২৮ বলে ৫১ রান করে লকি ফার্গুসনের শিকার হয়ে ফিরে যান তিনি। তার বিদায়ে ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা।
৭০ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। এই জুটিতে ভর করে ১৫ ওভারে দলীয় শতক পূর্ণ করে লঙ্কানরা।
কিন্তু দলীয় ১০৪ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ে ভেঙে যায় এই জুটি।২৭ বলে ১৭ করে মিচেল স্যান্টনারের বলে স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজিঘরে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউসে। তার বিদায়ে ভাঙে ৩৮ রানের জুটি।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ের এক রান পরেই ফিরে যান ধনঞ্জয়া ডি সিলভাও। মিচেল স্যান্টনারের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান তিনি।আউট হওয়ার আগে করেন ২৪ বলে ১৯ রান।
ধনঞ্জয়া ডি সিলভার বিদায়ের পর দলীয় ১১৩ রানে ফিরে যান চামিকা করুণারত্নে। ১৭ বলে মাত্র ৬ রান করে লকি ফার্গুসনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
১১৩ রানে ৮ উইকেট হারানো লঙ্কানরা নিজেদের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেনি। নবম উইকেটে দুশমন্থা চামিরা ও মহেশ থেকশানার ১৫ রানের জুটি আর দশম উইকেটে দিলশান মাদুশঙ্কা ও মহেশ থেকশানার ৪৩ রানের জুটিতে ভর করে ৪৬ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১৭১ রানে তোলে লঙ্কানরা।মহেশ থেকশানা অপরাাজিত থাকেন ৩৮ রানে।