টানা চার জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল

Thursday, November 9th, 2023

স্পোর্টস ডেস্ক: লা-লিগায় সবশেষ তিন ম্যাচের দুইটিতেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা লস ব্লাংকোসরা চিরচেনা ছন্দে ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। গ্রুপ পর্বে কাল পর্তুগীজ ক্লাব ব্রাগার বিপক্ষে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্টরা যেখানে ৩-০ গোলের জয় মিলেছে ভিনিসিয়ুস-রদ্রিগোদের।

ব্রাগার বিপক্ষে তিন গোলের বড় এই জয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল। পর্তুগীজ ক্লাবটির বিপক্ষে কাল দুর্দান্ত খেলেছে লস ব্লাংকোসদের আক্রমণভাগ। গোলের দেখা পেয়েছেন ব্রাহিম দিয়াস, ভিনিসিয়ুস জুনিরর এবং রদ্রিগো।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাল ম্যাচের শুরুর একাদশে আক্রমণভাগের দায়িত্বে ছিলেন দিয়াস, ভিনিসিয়ুস এবং রদ্রিগো। এই তিন ফুটবলারের দারুণ রসায়নে কাল প্রথমে গোলের দেখা পায় রিয়ালই। ম্যাচের ২৭ মিনিটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন দিয়াস। তবে কাল শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাগাই।

ম্যাচের চার মিনিটেই পেনাল্টি পেয়েছিল ব্রাগা। তবে পর্তুগীজ ক্লাবটির আলভারো দিয়ালোর নেয়া শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। লিড নেয়ার মোক্ষম এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হবার পর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাগা।

এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়ার পর রিয়াল আরও দুই গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস। লুকাস ভাসকেজের দেয়া পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর একটি গোলে সহায়তাও করেছেন এই ব্রাজিলিয়ান। ৬১ মিনিটে তাঁর দেয়া পাসেই জালের দেখা পান রদ্রিগো। তিন গোলে পিছিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরতে পারেনি ব্রাগা, ফলে বড় জয়ে শেষ ষোলো নিশ্চিত হয় রিয়ালের।

এ নিয়ে টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে ইতালিয়ান ক্লাব নাপোলি।