
সাভার: ঘোষণাকৃত চূড়ান্ত মজুরি ১২ হাজার ৫০০ টাকা প্রত্যাখান করে সাভারের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় এক সহকারী পুলিশ সুপারসহ অন্তত তিনজনের আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা হলেন- আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার রশিদুল ইসলাম বারি। শ্রমিকদের নিক্ষেপ করা ইটে তলপেটে আঘাত পান তিনি। অপর আহতরা হলেন- কাভার্ডভ্যানের মালিক ও হা-মীম গ্রুপের শ্রমিক আরিফ।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাভাবিক নিয়মেই আজ সকালে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে দু-একটি কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানা ত্যাগ করেন। এ সময় সড়কের দুই পাশের কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে বেলা ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের শ্রমিকরা সড়কে নামেন।
এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার আহত হন। এছাড়া এক শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।