রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Thursday, November 9th, 2023

ঢাকা: বিএনপির মহাসমাবেশে হামলা, দলীয় নেতাকর্মী হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারে প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে তৃতীয় দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিনে রাজধানী পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পানির টাংক থেকে শুরু হয়ে প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের শুধু বাকস্বাধীনতাই কেড়ে নেয়নি, তারা বিরোধী নেতাকর্মীদের দমন করতে হত্যার পথ বেছে নিয়েছে। আজকে এ সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশ লীগকে গণতন্ত্রকামী জনগণের ওপর লেলিয়ে দিয়েছে। আবারও একদলীয় নির্বাচন করতে শীর্ষ নেতাদের গায়েবি মামলা দিয়ে বন্দি রাখছে। কিন্তু এবার কোনো লাভ হবে না। দেশের ছাত্র-জনতা শপথ নিয়েছে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।’

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।