তথ্যপ্রযুক্তি ডেস্ক: ১ ফেব্রুয়ারি পৃথিবীর খুব কাছে আসছে সবুজ রঙের একটি ধূমকেতু। এই মহাজাগতিক বিরল ঘটনাতে পৃথিবীবাসী প্রত্যক্ষ করতে পারবেন। গত বছর ২ মার্চ ক্যালিফোর্নিয়ায় পালোমার অবজারভেটরি সংস্থা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত একটি সমীক্ষা চালায়। সেই অনুযায়ী, C/2022 E3 (ZTF)-র সর্বপ্রথম খোঁজ মেলে। সমীক্ষা অনুযায়ী ধূমকেতুটি ১ ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে। আমাদের ২৬ মিলিয়ন মাইলের মধ্যে […]