আন্তর্জাতিক ডেস্ক: তিন বছরের পরিকল্পনা, পাঁচটি অভিযান এবং ঘন জঙ্গলের মধ্য দিয়ে দুই সপ্তাহের ট্রেক করার পর সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনে সন্ধান মিলেছে সবচেয়ে উঁচু গাছের। গাছটি ২৫ তলা ভবনের সমান বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এএফপির খবরে বলা হয়েছে, উত্তর ব্রাজিলের ইরাতাপুরু রিভার নেচার রিজার্ভের ছাউনির উপরে দৈত্যাকার এই গাছটি রয়েছে। এটি হলো একটি অ্যাঞ্জেলিম ভারমেলো […]